খবর২৪ঘণ্টা,আন্তর্জাতি ডেস্ক: তেইশ ব্রিটিশ রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে মস্কো। সাবেক এক রুশ গুপ্তচর ও তার মেয়েকে বিষ প্রয়োগে হত্যার ঘটনা নিয়ে চলমান উত্তেজনার মধ্যেই এই সিদ্ধান্ত নিলো রাশিয়া।
শনিবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। আগামী এক সপ্তাহের মধ্যেই তাদের বহিষ্কারের সিদ্ধান্ত কার্যকর করা হবে বলে জানিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, রাশিয়ায় ব্রিটিশ কাউন্সিলও বন্ধ করে দেয়া হবে। উল্লেখ্য, মূলত দুই দেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্কের বিষয়টি দেখাশোনা করা হয় ব্রিটিশ কাউন্সিলের মাধ্যমে।
ব্রিটেন থেকে তেইশ রুশ কূটনীতিককে বহিষ্কারের প্রতিক্রিয়া হিসেবে এমন সিদ্ধান্ত নিয়েছে মস্কো।
প্রসঙ্গত, গত ৪ মার্চ সাবেক এক রুশ গুপ্তচর ও তার মেয়েকে বিষ প্রয়োগে হত্যার দায়ে মস্কোকে অভিযুক্ত করে ব্রিটেন। কিন্তু বরাবরই সেই অভিযোগ প্রত্যাখান করে আসছে রাশিয়া।
গত শুক্রবার ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশেই ওই হত্যাকাণ্ড ঘটানো হয়।
খবর২৪ঘণ্টা.কম/রখ