খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: প্রশাসনে একজন সিনিয়র সচিবসহ পাঁচ কর্মকর্তার দপ্তর বদল করা হয়েছে। এই পাঁচ কর্মকর্তার মধ্যে একজন সিনিয়র সচিব ছাড়াও দু’জন সচিব ও দু’জন অতিরিক্ত সচিব রয়েছেন। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ সচিব আনিসুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপন অনুযায়ী, পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খানকে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব করা হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেককে তথ্য মন্ত্রণালয়ের সচিব এবং তথ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. নাসির উদ্দিন আহমেদকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে।
এছাড়া অতিরিক্ত সচিব পদ মর্যাদায় প্রধানমন্ত্রীর শিক্ষা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালনরত মো. নূরুল আমিনকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব এবং অতিরিক্ত সচিব পদ মর্যাদায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করা কবির বিন আনোয়ারকে পানিসম্পদ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/রখ