নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীর কাজিহাটা এলাকার রাস্তার পাশ থেকে উদ্ধার হওয়া অজ্ঞাতনামা (৪৫) এর লাশের পরিচয় মেলেনি এখনো। লাশ উদ্ধার হওয়ার পর ২৩ ঘণ্টা পার হয়ে গেলেও তার পরিচয় পাওয়া যায়নি। বর্তমানে লাশটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।
আরএমপির রাজপাড়া থানার ওসি হাফিজুর রহমান বলেন, অজ্ঞাতনামা ওই ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। লাশের ময়নাতদন্ত করা হয়েছে। লাশ মর্গে রয়েছে। পরিচয় না পাওয়া গেলে অজ্ঞাতনামা হিসেবে দাফন করা হবে।
উল্লেখ্য, গতকাল বুধবার দুপুরে অজ্ঞাতনামা ওই ব্যক্তির লাশ রাস্তার পাশের ফুটপাত থেকে উদ্ধার করে পুলিশ।
খবর২৪ঘণ্টা/এমকে