নিজস্ব প্রতিবেদক :
জাতীয়তাবাদী ছাত্রদলের তেজগাঁও থানার ভারপ্রাপ্ত সভাপতি ও ঢাকা মহানগর উত্তরের সহসভাপতি জাকির হোসেন লিমন, সোহেল আসাদুজ্জামান কে হত্যার প্রতিবাদে রাজশাহী মহানগরীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল পুলিশি বাধায় পণ্ড হয়েছে। বুধবার দুপুরে রাজশাহী মহানগর ও জেলা ছাত্রদল যৌথভাবে এ বিক্ষোভের আয়োজন করে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ছাত্রদল নেতা হত্যার প্রতিবাদে রাজশাহী জেলা ও মহানগর ছাত্রদল নগর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি কিছুদুর যেতে না যেতেই পুলিশি বাধার মুখে পড়ে। এতে মিছিলটি আর সামনে এগোতে না পারায় সেখানেই সমাবেশ করে।
রাজশাহী মহানগর ছারত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনির সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রফিকুল ইসলাম রবির পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী জেলা ছাত্রদলের সভাপতি রেজাউল করিম টুটুল, সাধারন সম্পাদক শরিফুল ইসলাম জনি, সিঃসহ-সভাপতি বিপুল, সাংগঠনিক সম্পাদক ফায়সাল সরকার ডিকো, মহানগর ছাত্রদলের ১ ম য়ুগ্ন-সম্পাদক আকবর আলী জ্যাকি, যুগ্ন-সম্পাদক নাহীন আহম্মেদ সহ রাজশাহী মহানগর ও জেলার বিভিন্ন ইউনিটের ছাত্র নেতৃবৃন্দ।
সমাবেশ থেকে নেতারা আবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তি ও ছাত্রদদল নেতৃবৃন্দের হত্যার বিচার দাবী করেন।
খবর২৪ঘণ্টা/এমকে