নাটোর প্রতিনিধি: নাটোরের উত্তরা সংস্কার করে বৃহৎ পরিকল্পনাা পাশাপাশি পর্যটকদের জন্য উপযোগী হিসেবে তৈরী করা হচ্ছে। এজন্য পর্যটকদের সুবিধা বৃদ্ধির জন্য ইতোমধ্যে গণভবনের সামনে আবাসিক ব্যবস্থা, রেস্টুরেন্ট, সিনেপে¬ক্স করার জন্য একটি আর্কিটেক ফার্ম ডিজাইন করা হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রেসব্রিফিংয়ে নাটোরের জেলা প্রশাসক শাহিনা খাতুন এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) ড. চিত্তলেখা নাজনিন,স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম রাব্বী, অতিক্তি জেলা ম্যাজিস্ট্রেট রাজ্জাকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) মনিরুজ্জামান ভুইয়া, নাটোর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার বানু, সহকারী কমিশনার (ভুমি) শামীম ভুইয়া, নেজারত ডেপুটি কালেক্টরেট অনিন্দ মন্ডল সহ জেলা গনমাধ্যম কর্মীগন। এসময় উত্তরা গণভবন নিয়ে সাংবাদিকদের আলোচনা করেন তিনি।
খবর২৪ঘণ্টা.কম/রখ