খবর২৪ঘণ্টা,আন্তর্জাতি ডেস্ক: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার জায়গায় দেশটির নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে গোয়েন্দা সংস্থা সিআইএ’র প্রধান মাইক পম্পেওকে নিয়োগ দেয়া হয়েছে। খবর বিবিসি, এবিসি অ্যাকশন নিউজের।
সিআইএ’র ডেপুটি পরিচালক জিনা হাসপেল পম্পেও’র স্থলাভিষিক্ত হয়েছেন।
স্থানীয় সময় মঙ্গলবার সকালে এক টুইট বার্তায় ডোনাল্ড ট্রাম্প নিজেই এ খবর জানিয়েছেন। ওই টুইট বার্তায় তিনি লিখেন, সিআইএ’র পরিচালক মাইক পম্পেও আমাদের নতুন পররাষ্ট্রমন্ত্রী হচ্ছেন। তিনি খুব ভালো কাজ করবেন। আপনার সেবার জন্য ধন্যবাদ রেক্স টিলারসন। জিনা হাসপেল সিআইএ’র নতুন পরিচালক হবেন। তিনিই সংস্থাটির প্রথম নারী পরিচালক। সবাইকে শুভেচ্ছা!
ট্রাম্প প্রশাসন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বসতে সম্মত হওয়ার এক সপ্তাহের কম সময়ের মধ্যে রেক্স টিলারসনকে সরিয়ে দেয়া হলো।
বেশ কয়েক মাস ধরেই নাকি টিলারসন ও ট্রাম্পের বোঝাপড়াটা জমছিল না। গেলো বছরের অক্টোবরে সংবাদ মাধ্যম এনবিসি জানায়, জুলাই মাসে একটি বৈঠকের পর ট্রাম্পকে ‘বোকা’ হিসেবে অভিহিত করেছেন।
বেশ কয়েক মাস ধরেই ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা সরে দাঁড়াচ্ছেন। ওই তালিকায় সবশেষ যোগ হলেন রেক্স টিলারসন। গেলো সপ্তাহে ট্রাম্পের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা গ্যারি কন পদত্যাগের ঘোষণা দেন।
রেক্স টিলারসন এক্সনমবিলের সাবেক প্রধান নির্বাহী ছিলেন। এক বছরের বেশি সময় আগে তাকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হয়।
খবর২৪ঘণ্টা.কম/রখ