নাটোর প্রতিনিধি: নাটোরে পৃথক দুইটি অভিযানে আটক ২৩ মাদক সেবী ও পাসপোর্ট অফিসের ৩ দালাল সহ ২৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদনান চৌধুরী এ আদেশ দেন।
এরআগে সকাল থেকে বিভিন্ন সময়ে পৃথক দুইটি অভিযানে নাটোর রেল ষ্টেশন এলাকা থেকে ২৬ পুরিয়া গাঁজা ও ৩১ পিস ইয়াবা ট্যাবলেট সহ ২৩ জন ও জেলা পাসপোর্ট অফিস থেকে ৩ জন দালালকে আট করে র্যাপীড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব-৫) এর একটি দল। পরে ভ্রাম্যমান আদালতে সোর্পদ করা হলে তারা অপরাধ স্বীকার করেন। এসময় বিচারক ৪ মাদক সেবীকে ৬ মাস ও ১৯ মাদক সেবীতে ৩ মাস করে বিনাশ্রম কারাদন্ডাদেশ দেন। এছাড়া জেলা পাসপোর্ট অফিস থেকে আটক ৩ দালালকে ৪ মাস করে বিনাশ্রম কারাদন্ডাদেশ দেন।
ভ্রাম্যমান আদালতে ৬ মাসের সাজা প্রাপ্তরা হলেন, শহরের চকবৈদ্যনাথ এলাকার শাহিন শেখ (২৬), মোঃ রমজান (৪৫), উত্তর বড়গাছা এলাকার মোঃ সোহাগ (৩২), শহরের আলাইপুর এলাকার অসীম চন্দ্র সরকার (৪৬)। তিন মাসের সাজাপ্রাপ্তরা হলেন, শহরের উত্তর বড়গাছা হাফরাস্তার পচন (৬৫), ষ্টেশন বাজারের মোঃ দুলাল (৩০), দিয়ারভিটার মোঃ হানিফ (৪০), তেবাড়িয়ার মোঃ গোলাপ (৩৫), গোকুল নগর এলাকার মোঃ মনিরুল ইসলাম (২৭), পশ্চিম বড়গাছার মোঃ আলমগীর (২৬), আবুল (২০) দক্ষিণ বড়গাছার মোঃ হাবিবুর রহমান (৬৫), মোঃ সোহেল (৪০), মন্ডল হোসেন (৩০), মোঃ শাজাহান আলী (৫০), চকবৈদ্যনাথের মোঃ লিটন (২৬), মোঃ শাহিন (৩৩), মোঃ জালাল (৫০), চৌধুরী বড়গাছার মোঃ সুজন (২২), আলাইপুর এলাকার টোটন (৩৫), হুগোলবাড়িয়ার মোঃ রফিক (৩০), নওগাঁর শিকারপুর এলাকার মোঃ মাসুদ শেখ (৩৮), রাজশাহীর পুঠিয়া উপজেলার হাড়গাতি গ্রামের মোঃ আক্কাস আলী (৪০)। চার মাসের ৩ দালাল সদস্য হলেন, সদর উপজেলার গোধড়া গ্রামের মোঃ আশরাফুল (২৪), শিবপুর গ্রামের মোঃ আনোয়ারুল ইসলাম (৬৬) ও উত্তর পটুয়াপাড়ার মোঃ আমিরুল ইসলাম (২৭)।
র্যাব-৫ এর নাটোর ক্যাম্পের কমান্ডার মেজর শিবলী মোস্তফা বিকেলে এ তথ্য নিশ্চিত করে জানান, তাদের একটি দল মঙ্গলবার সকাল থেকে নাটোর শহরের রেল স্টেশন বস্তিতে অভিযান চালিয়ে ২৩ মাদক সেবীকে আটক করেন। এছাড়া দুপুরে র্যাবের দলটি নাটোর আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে ৩ দালালকে আটক করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদনান চৌধুরী আটককৃত ২৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেন। সাজাপ্রাপ্তদের জেল হাজতে পাঠানো হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/নজ