খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: নেপালের রাজধানী কাঠমান্ডুতে বিধ্বস্ত ইউএস-বাংলা বিমান দুর্ঘটনায় সিলেটের রাগীব রাবেয়া মেডিকেল কলেজের দুই শিক্ষার্থী বেঁচে গেছেন। তারা হলেন- প্রিন্সি দাম ও সামিরা বায়জানকার। সিলেটে অবস্থানরত নেপালি শিক্ষার্থীদের বরাত দিয়ে মেডিকেল কলেজের উপপরিচালক ডা. আরমান আহমদ শিপলু এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে বিধ্বস্ত বিমানের ওই কলেজের ১৩ শিক্ষার্থীর নিহত হয়েছেন বলে খবর পাওয়া গিয়েছিল।
উপপরিচালক ডা. আরমান আহমদ শিপলু বলেন, নেপালে বিধ্বস্ত হওয়া ইউএস-বাংলার বিমানে সিলেটের জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের ১৩ শিক্ষার্থীর মধ্যে ১১ ছাত্রী, দুই ছাত্র ছিল। তাদের সবাই মারা গেছেন এমন আশংকা করা হয়। তবে পরে খবর আসে এদের মধ্যে দুজন বেঁচে আছেন।
দুর্ঘটনায় হতাহতরা সবাই নেপালি বংশোদ্ভূত। কলেজ ছুটিতে নিজ দেশে বেড়াতে যাচ্ছিলেন ওই ১৩ শিক্ষার্থী। মেডিকেল কলেজটিতে নেপালের আড়াইশ শিক্ষার্থী রয়েছেন। রবিবার পরীক্ষা শেষ হওয়ায় ওই ফ্লাইটে ১৩ শিক্ষার্থী ছুটিতে বাড়ি ফিরছিলেন।
১৩ শিক্ষার্থী হলেন- সঞ্জয় পাউডাল, সঞ্জয়া মেহেরজান, নিগা মেহেরজান, অঞ্জলি শ্রেষ্ঠ, পূর্ণিমা লুনানি, শ্বেতা থাপা, মিলি মেহেরজান, সারুনা শ্রেষ্ঠ, আলজিনা বড়াল, চারু বড়াল, আশনা সাকিয়া, প্রিন্সি ধামি ও সামিরা বায়ানজানকর।
সোমবার ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ৪৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়ে হাসপাতালে রয়েছেন ২২ জন। তাদের মধ্যে ২৫ জন বাংলাদেশি।
খবর২৪ঘণ্টা.কম/রখ