খবর২৪ঘণ্টা,আন্তর্জাতি ডেস্ক: নেপালে বাংলাদেশের ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হয়েছে। কাঠমান্ডুতে ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়লে এ দুর্ঘটনা ঘটে।
দেশটির একটি সংবাদ মাধ্যম বিকেল তিনটার দিকে জানিয়েছে, ওই বিমানটিতে ৭৮ জন আরোহী ছিল।
তবে এ ঘটনায় আরোহীদের অবস্থা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বিমানবন্দর কর্তৃপক্ষ ধারণা করছে, যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হতে পারে।
খবর২৪ঘণ্টা.কম/রখ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।