মোহনপুর প্রতিনিধিঃ রাজশাহী মোহনপুরে শিক্ষাকে জাতীয়করণসহ ১১ দফা দাবীতে মানববন্ধন, বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
রবিবার বেলা ১১ টায় শিক্ষক কর্মচারী সংগ্রাম কমিটির আয়োজনে ১১ টায় ঘন্টা ব্যাপী রাজশাহী নওগাঁ মহাসড়কে রাস্তার দু”পাশ্বে শিক্ষাকে জাতীয় করনসহ ১১ দফা দাবীতে মানববন্ধন, বিক্ষোভ কর্মসূচিতে সভাপতিত্ব করেন আত্রাই অগ্রনী ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও মোহনপুর উপজেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি আরসুজ্জামান মালেক। যুগ্ম সাধারন সম্পাদক সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম পরিচালানায়। প্রধান অতিথি ছিলেন কেশরহাট ডিগ্রী কলেজের অধ্যাপক জেলা বাকশিস সহ-সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম সুলতান।
বিশেষ অতিথি ছিলেন বাকশিস সাধারণ সম্পাদক অধ্যাপক কে.এম কামরুজ্জামান বাবলু, অধ্যক্ষ গিয়াস উদ্দিন,অধ্যক্ষ আব্দুল হামিদ মন্ডল, অধ্যক্ষ আব্দুল মালেক মন্ডল,অধ্যক্ষ আব্দুল আজিজ, অধ্যক্ষ আব্দুর রশিদ,অধ্যক্ষ রেজাউল করিম শেখ, মোহনপুর উপজেলা বাশিস সাধারন সম্পাদক এম এ কাইউম, অধ্যাপক জাহাঙ্গীর আলম,শহিদুল ইসলাম,গোলাম সাকলাইন রাইজ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী উপস্থিত ছিলেন। আগামী ১৪ মার্চ বুধবার সকাল ১০টায় ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশে সফল করার লক্ষে সকলের প্রতি আহবান জানানো হয়।
খবর২৪ঘণ্টা.কম/নজ