খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: মালাগার বিপক্ষে খেলার আগে ব্যক্তিগত কারণ দেখিয়ে নাম প্রত্যাহার করেছিলেন মেসি। কিন্তু কি সেই ‘ব্যক্তিগত কারণ’ তা জানায়নি মেসি বা বার্সেলোনা কতৃপক্ষ। তবে স্প্যানিশ সাংবাদিক আলফ্রেডো মার্টিনেজের বরাতে সবাই জানলো, লিও মেসি ও আন্তোনেল্লা গত রাতে আবারও বাবা-মা হয়েছেন।
পরবর্তীতে ফেসবুকে নিজের পুত্রের আঙুল ধরা ছবি দিয়ে পোস্ট দিলেন মেসি। আর্জেন্টাইন এই তারকা পুত্রের ছবির ক্যাপশনে লিখলেন, বিয়েনভেনিদো চিরো (সুস্বাগতম সিরো)। ঈশ্বরকে ধন্যবাদ সব ঠিকঠাকমতো হয়েছে। মা ও ছেলে ভালো আছে। আমরা খুবই আনন্দিত।
এরপর ছেলের মুখ উন্মোচন করেছেন মেসির জীবসঙ্গী আন্তোনিলা। ইন্সট্রাগ্রামে তার ছবিতে মেসি-আন্তোনেল্লাসহ দুই সন্তান ছাড়াও ছিলেন তাদের নতুন অতিথি ‘চিরো’।
তৃতীয় সন্তানের জন্মের সময় আন্তোনিলার সঙ্গে থাকবেন বলেই শেষ মুহূর্তে শনিবারের ম্যাচ থেকে সরে দাঁড়ান মেসি। আর এমন মুহূর্তেই মেসিকে জয় উপহার দিয়েছে তার দল বার্সেলোনা। মালাগাকে হারিয়েছে ২-০ গোলে।
খবর২৪ঘণ্টা.কম/রখ