গোদাগাড়ী প্রতিনিধিঃ রাজশাহীর গোদাগাড়ীতে অভিযান চালিয়ে জাকারিয়া (৬০) নামের এক ইয়াবা বহন কারিকে আটক করেছে রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশ ( ডিবি)।
শনিবার সকাল ১০ টার দিকে উপজেলারর চব্বিশনগর এলাকা হতে আটক করা হয়। আটক ইয়াবা বহনকারী জাকারিয়া রিশিকুল ইউপির পাঁচগাছিয়া গ্রামের মৃত. এমাজ উদ্দীনের ছেলে।
রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ১০ টার দিকে গোদাগাড়ী উপজেলার চব্বিশনগর সোলাপাড়া তিন রাস্তার মোড়ে রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশের এসআই মোঃ রেজাউল ইসলামের নেতৃত্বে তল্লাশী চৌকি বসায়। এই সময় আটক জাকারিয়া রাজশাহী যাওয়ার উদ্দেশ্যে রাস্তায় আসলে তার দেহ তল্লাসী চালিয়ে লুঙ্গি পরিহিত ডান কোমর হতে দুটি পলেথিন প্যাকেট হতে ১০০ পিচ ইয়াবা উদ্ধার করে।
পরে তাকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটক দেখিয়ে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে এসআই রেজাউল ইসলাম নিশ্চিত করেন।
খবর২৪ঘণ্টা.কম/রখ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।