চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ধুপের আগুন বাড়ীতে লেগে এক শিশুসহ তিন টি গরুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত ১১টার দিকে মরদানর হঠাৎ পাড়া গ্রামে। নিহত শিশুটির নাম নবী (৯)। সে সুমন আলীর ছেলে। প্রত্যক্ষদর্শী মরদানা গ্রামের স্থানীয় বাসিন্দা তৌফিক জানান, হঠাৎপাড়ার এজাবুল হকের গরুর গোয়াল ঘরে মশা তাড়ানোর জন্য একটি পাত্রে ধুপ জালানো হয়। সেই গোয়াল ঘরেই ঘুমিয়ে ছিলেন এজাবুল হকের স্ত্রী ও তার নাতী নবী।আগুন দেখে সবাই নিজ নিজ ঘর থেকে বের হয়ে আসলেও শিশু নবী ঘুমিয়ে থাকায় উঠতে পারেন নি। আগুনে গোয়াল ঘরেই মারা যায় নবীসহ তিনটি গরু এবং বাড়ীর অন্য ঘর গুলো পুড়ে যায়।
পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রন করে। খবর পেয়ে শিবগঞ্জ থানার ওসি হাবিবুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান,মশা তাড়ানোর জন্য ঘরে ধূপ জালানো ছিল। সে আগুন বাড়ীতে লাগলে শিশু নবী পুড়ে মারা যায়।
খবর২৪ঘণ্টা.কম/রখ