নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্বিবিদ্যালয়ে (রুয়েট) আদিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ৫জন ভর্তি হয়েছে। আহতরা হলেন, ছাত্রলীগ কর্মী অর্নব, রাজন, ইমরান, মাহফিল ও মিতুল।
সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে রুয়েটে আদিপত্য বিস্তারকে কেন্দ্র করে রুয়েট শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রপের কর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়। এর মধ্যে ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত সংঘর্ষ চলছিলো বলে জানা যায়। রুয়েটের হামিদ হলেে এ ঘটনাকে কেন্দ্র করে হাতবোমার বিস্ফোরণও ঘটে|
তবে আরো কি কারণে গভীর রাতে সংঘর্ষের ঘটনা ঘটেছে তা জানা যায়নি।
সংশ্লিষ্ট অফিসারদের মোবাইলে কল দিলেও তারা রিসিভ করেন নি। রামেক হাসপাতাল পুলিশ বক্স থেকে জানানো হয়, রুয়েট থেকে আহত হয়ে ৫ জন ছাত্রলীগের কর্মী হাসপাতালে ভর্তি হয়েছে।
খবর ২৪ঘণ্টা/এমকে