নিজস্ব প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল রাজশাহী মহানগরীর ২৪নং ওয়ার্ডের খরবোনা নদীর ধার এলাকার নির্মাণাধীন রাস্তার কার্পেটিং ও সিঁড়ির কাজ পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার সকালে পরিদর্শনকালে মেয়র বলেন, এই এলাকায় রাস্তা ও ড্রেন নির্মাণের ফলে দীর্ঘদিনের সমস্যা সমাধান হলো। এ ছাড়াও পাইপ লাইন স্থাপনের মাধ্যমে পানি সরবরাহ করায় দীর্ঘদিনের পানির সমস্যা দূর হয়েছে। এ এলাকার উন্নয়নে নদীর ধার সংলগ্ন আরো ৪টি নতুন রাস্তা নির্মাণের পরিকল্পনা রয়েছে।
মেয়র আরো বলেন, জনগণের নিরাপদে নির্বিঘ্নে চলাচলের জন্য ড্রেনের উভয়পার্শ্বে রাস্তা নির্মাণ করা হচ্ছে। সেই সাথে ড্রেনের উপর ঢাকনা দেওয়া হবে। অবহেলিত নদীর ধার এলাকাকে নতুন রূপে প্রদর্শন করার জন্য নানাবিধ উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়েছে। রাস্তা, ড্রেন ও পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়ন করায় এলাকাবাসী মেয়রকে ধন্যবাদ জানান। এ সময় অত্র ২৪নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আরমান আলী ও এলাকার গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
খবর২৪ঘণ্টা/এমকে