মোহনপুর প্রতিনিধি: রাজশাহী মোহনপুর উপজেলা আন্তর্জান্তিক নারী দিবসে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিপ্তরের আয়োজনে -সময় এখন নারীর: উন্নয়নের তারা বদলে যাচ্ছে গ্রাম-শহরে কর্ম-জীবনধারা এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারী দিবস পালন করা হয়।
বৃহস্পতিবার বেলা ১১ টায় রাজশাহী নওগাঁ মহাসড়কে রাস্তার দুপার্শ্বে মানববন্ধনে অংশ নেয় উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আব্দুস সামাদ, নির্বাহী কর্মকর্তা আনোয়ার-উল-হালিম, ভাইস চেয়ারম্যান উপধাক্ষ্য আবুল কালাম আজাদ, বানেছা বেগম মহিলা বিষয়ক কর্মকর্তা ডালিয়া পারভীন, পরিসংস্যান কর্মকর্তা ফরাদ হোসেন, ইউপি সদস্য সিরাজ উদ্দিন, মোসলেমা বেগম,রিনা বেগম, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সাদিকুল ইসলাম স্বপন সাধারণ সম্পাদক মুত্তাকিন আলম সোহেল বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের নারী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
খবর২৪ঘণ্টা.কম/রখ