নাটোর প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গা উপজেলার মির্জাপুর তেঘরপাড়ায় মো. শান্ত (১৮) নামে এক ভ্যানচালককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার দিনগত রাতে উপজেলার মির্জাপুর তেঘরপাড়ায় মির্জাপুর-মাঝদিঘা সড়কের পাশে এ হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে বৃহস্পতিবার সকালে আব্দুর রশীদ (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি ভোটার আইডি কার্ড উদ্ধার করা হয়েছে। নিহত শান্ত ওই এলাকার জয়নাল ফকিরের ছেলে। আটক আব্দুর রশীদ একই গ্রামের মোঃ শুকার ছেলে।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান, বুধবার সন্ধ্যার দিকে ছাতনী যাওয়ার কথা বলে শান্তকে ভ্যানসহ ডেকে নিয়ে যান আব্দুর রশীদ। রাত ১০টা পর্যন্ত শান্ত বাড়ি না ফেরায় খোঁজাখুজি করতে থাকে পরিবারের লোকজন। একপর্যায়ে রাত ১১টার দিকে রাস্তার পাশে তার মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এসময় ভ্যানটি মরদেহের পাশেই ছিল। পরে সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
তিনি আরো জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। আটক আব্দুর রশীদকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
খবর২৪ঘণ্টা.কম/রখ