1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
আর নয় জিন্স, কলেজ করতে হবে শাড়ি ও সালোয়ার পরে - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ১২ জানয়ারী ২০২৫, ১০:০৮ পূর্বাহ্ন

আর নয় জিন্স, কলেজ করতে হবে শাড়ি ও সালোয়ার পরে

  • প্রকাশের সময় : বৃস্পতিবার, ৮ মারচ, ২০১৮
khobor24ghonta.com

খবর২৪ঘণ্টা,আন্তর্জাতি ডেস্ক: কলেজে পাশ্চাত্য পোশাক আর নৈব নৈব চ৷ এবার থেকে চিরাচরিত ভারতীয় পোশাক মানে শাড়ি ও সালোয়ার কামিজ পরে কলেজে যেতে হবে মেয়েদের৷ এমনই সিদ্ধান্ত নিতে চলেছে রাজস্থান শিক্ষা দফতর৷ এদিকে শিক্ষা দফতরের এই সিদ্ধান্ত নিয়ে শুরু হয়েছে বিতর্ক৷ কলেজ পড়ুয়াদের একাংশের মধ্যে তৈরি হয়েছে ক্ষোভ৷ পড়ুয়াদের বিশেষ করে মেয়েদের পোশাক নির্বাচনের উপর সরকারি ফতোয়ার বিরুদ্ধে সরব হয়েছে কংগ্রেস সহ বিরোধীরাও৷

বিজেপি শাসিত রাজস্থানের শিক্ষা দফতর অবশ্য সেই সব বিতর্ককে আমল দিতে নারাজ৷ ইতিমধ্যে রাজ্যের সব কলেজের অধ্যক্ষকে চিঠি দিয়ে শিক্ষা দফতরের তরফ থেকে ছেলে ও মেয়েদের পোশাকের ধরন ও তার রঙ নির্বাচন নিয়ে পরামর্শ চাওয়া হয়েছে৷ ১২ মার্চের মধ্যে সেই চিঠির জবাব দিতে বলা হয়েছে সব কলেজকে৷

সিদ্ধান্ত অনুযায়ী, মেয়েরা কলেজে শাড়ি ও সালোয়ার পরে আসবে৷ আর ছেলেরা আসবে ফর্মাল শার্ট, প্যান্টে৷ আগামী শিক্ষাবর্ষ থেকে এই পোশাকবিধি চালু হবে৷ কমিশনের এক কর্তার কথায়, কলেজ ক্যাম্পাসে ওই পোশাক পরেই থাকতে হবে৷ পোশাকবিধির আওতায় কলেজের অধ্যাপক ও অধ্যাপিকাদের আনা যায় কিনা তা নিয়ে চিন্তা ভাবনা চলছে৷

এদিকে এই সিদ্ধান্তে বিরুদ্ধে গর্জে উঠেছে ছাত্র-ছাত্রী ও শিক্ষক সমাজের একাংশ৷ তাদের কথায়, পড়ুয়ারা কি পোশাক পরে আসবে তা কলেজ বা সরকার কেন ঠিক করবে? এই ফতোয়া পড়ুয়াদের সিদ্ধান্ত নেওয়ার মৌলিক অধিকারের বিরোধী৷ অপরদিকে কংগ্রেস সহ বিরোধীরা এই সিদ্ধান্তকে শিক্ষায় গৈরিকিকরণের প্রয়াস হিসাবেই দেখছে৷ কংগ্রেসের এক বিধায়কের নেতার কথায়, রাজ্য সরকার পড়ুয়াদের গেরুয়া রঙের সাইকেল বিলি করেছে৷ স্কুলের পোশাকের রঙ পাল্টে গেরুয়া করা হয়েছে৷ সরকার পড়ুয়াদের ডাক্তার, ইঞ্জিনিয়ার নয় তাদের ‘সাধুবাবা’ বানাতে চাইছে৷

তবে বিরোধীদের অভিযোগ নস্যাৎ করে রাজস্থানের শিক্ষামন্ত্রী কিরণ মাহেশ্বরী জানান, অনেক কলেজে বহিরাগতরা এসে দাপাদাপি করে৷ তাদের চিহ্নিত করতে এই পোশাকবিধি আনা হচ্ছে৷ পোশাক দেখাই বোঝা যাবে কে কলেজের পড়ুয়া আর কে বহিরাগত৷ কোন কলেজের পোশাকের রঙ কি হবে, তার ডিজাইন সব সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ ঠিক করবে৷

খবর২৪ঘণ্টা.কম/রখ

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST