দুর্গাপুর প্রতিনিধিঃ জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষন উপলক্ষে বুধবার দুর্গাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। অত্র বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রী, অভিভাবক সদস্য ও ম্যানেজিং কমিটির সদস্যদের নিয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাদেকুল ইসলাম ছানা-র সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক শফিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলাউদ্দিন, আঃ মতিন, নজরুর ইসলাম, আবু আরিফ রুবেল, মোরছালীন মন্ডল, বেলাল হোসেন, রবিউল ইসলাম, নাজিম উদ্দিন,শাহিনুর পারভীন, চন্দনা বিশ্বাস, হোসনেয়ারা নয়ন, আঞ্জুয়ারা খাতুন, মুনঞ্জুয়ারা খাতুন, শিফাতুন্নেছা, শাহানাজ পারভীন,অফিস সহকারী এরশাদ আলী, অফিস স্টাফ আনছার আলী, শফিকুল ইসলাম প্রমূখ। এছাড়াও অত্র বিদ্যালয়ের সকল শিক্ষার্থী ও অভিভাবক ও গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
খবর২৪ঘণ্টা.কম/নজ