খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: উন্নত চিকিৎসার স্বার্থে নিদাহাস ট্রফি থেকে বাহিরে রয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবুও দলের সঙ্গে যোগ দিতে আজ মঙ্গলবার কলম্বো যাচ্ছেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার।
টেস্ট ও টি-টোয়েন্টির দায়িত্ব সাকিবের কাঁধে। বাংলাদেশ দল আন্তর্জাতিক মঞ্চে খুব খারাপ সময় পার করছে। দলের সঙ্গে নেই সিনিয়র একাধিক ক্রিকেটার। কিন্তু দলের পাশে থাকতে দুদিনের জন্য অধিনায়ক সাকিব গেছেন লঙ্কা সফরে। মঙ্গলবার দুপুর ১টায় কলম্বোর উদ্দেশ্যে রওনা হয়েছেন এই বাম-হাতি ক্রিকেটার। কলম্বোত দুই-একদিন থেকে সেইখান থেকে অস্ট্রেলিয়ায় উড়াল দেবেন তিনি। আগামী ৯ মার্চ অস্ট্রেলিয়ান ডাক্তারের কাছে সাকিবের অ্যাপয়েন্টমেন্ট নেয়া হয়েছে।
টাইগারদের প্রথম ম্যাচ ভারতের বিপক্ষে ৮ মার্চ। ম্যাচটি কলম্বোতে বসেই দেখবেন সাকিব। ওই ম্যাচের পর অস্ট্রেলিয়ার উদ্দেশে কলম্বো ত্যাগ করবেন ৩০ বছর বয়সী এই ক্রিকেটার।
উন্নত সেবা এবং বিশেষজ্ঞ অর্থোপেডিক্স ডাক্তার দেখাতে অস্ট্রেলিয়া যাচ্ছেন সাকিব। এরই মধ্যে সাকিবের আঙুলের রিপোর্ট অস্ট্রেলিয়ায় পাঠানো হয়েছে।
এ ব্যাপারে বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরি বলেছেন, সাকিব কলম্বোতে দুদিন থেকে অস্ট্রেলিয়া যাবেন। ৯ মার্চ ডাক্তার দেখবেন। আপাতত থেরাপি দেয়া হয়েছে। ওখানে পরবর্তী করণীয় ঠিক করা হবে।
এদিকে বিশেষ এক সূত্র জানিয়েছে, যদি দ্রুত চোট কাটাতে চান সাকিব তাহলে তার আঙুলে অস্ত্রোপচারও করাতে পারেন। সেটাও হতে পারে অস্ট্রেলিয়ায়।
আঙুলের ইনজুরি অনেক দিন থেকে ভোগাচ্ছে বাংলাদেশের সেরা তারকাকে। ঘরের মাঠে শেষ হওয়া সিরিজ থেকে এখন পর্যন্ত জাতীয় দলের বাহিরে এই ক্রিকেটার। নিদহাস ট্রফির প্রথম ম্যাচ গুলো মিস করলেও শেষের দিকে ফেরার কথা ছিলো সাকিবের। কিন্তু আঙুলের চোট গুরুতর হওয়ার এই সিরিজেও দলে থাকছেন না তিনি।
তার পরিবর্তে দলে যুক্ত করা হয়েছে লিটন কুমার দাসকে। তাছাড়া এই সিরিজেও অধিনায়কের দায়িত্ব পালন করবেন মাহমুদুল্লাহ রিয়াদ।
সাকিব কয়েকদিন আগে ব্যাংকক গিয়েছিলেন উন্নত চিকিৎসার জন্য। ব্যাংককের সার্জনরা আঙুলে থেরাপি দেয়ার জন্য বলেছিলেন। যার কারণে, বিসিবির সিদ্ধান্তে বাংলাদেশে দেয়া হবে সাকিবের থেরাপি। এর আগে অস্ট্রেলিয়ায় উন্নত চিকিৎসা করানো হবে তাকে। অস্ট্রেলিয়ার ডাক্তারদের পরামর্শ অনুযায়ী ঠিক হবে সাকিবের থেরাপির সময়সূচি।
খবর২৪ঘণ্টা.কম/রখ