খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: নগরীর বাকলিয়া থানাধীন নতুন ব্রিজ এলাকায় শহর এলাকার বাসের নিচে চাপা পড়ে শান্তি মজুমদার (৭০) নামে এক পল্লি চিকিৎসক মর্মান্তিকভাবে নিহত হয়েছেন।
সোমবার (০৫ মার্চ) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, সাতকানিয়ার ব্রাহ্মণডাঙ্গা এলাকার বংশী মজুমদারের ছেলে শান্তি মজুমদারকে পৌন চারটার দিকে গুরুতর আহত অবস্থায় চমেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ধর্মপ্রিয় ভিক্ষু নামে এক পথচারী জানান, শান্তি মজুমদারের এক হাতে একটি দেশি মোরগ ছিল। অপর হাতে ব্যাগ ছিল। মোরগটিও গাড়ি চাপায় মারা যায়। ঘটনাস্থলেই বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/নজ