খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: মাত্র ৩১ বছর বয়সে পৃথিবী থেকে বিদায় নিলেন ইতালি ও ফিরোনেন্তিনার ফুটবলার ডেভিড আস্তোরি। হুট করে অসুস্থ হয়ে গেছেন বলে জানিয়েছে সিরি আ’র ক্লাবটি।
চলতি মৌসুমে ফিওরেন্তিানার অধিনায়কের দায়িত্বে ছিলেন তিনি। ইতিলিয়ান ক্লাবটির হয়ে এ মৌসুমে ২৭টি ম্যাচ খেলেন এই ডিফেন্ডার।
তার মৃত্যুতে আজ সিরি আ’তে উদিনেসের বিপক্ষে ফিওরেন্তিনার খেলা বাতিল করা হয়েছে।
২০১৬তে আরেক ইতালিয়ান ক্লাব ক্যালিয়ারি থেকে ফিওরেন্তিনায় যোগ দেন তিনি। এ পর্যন্ত ফিওরেন্তিনার হয়ে মোট ৫৮ ম্যাচে অংশ নেন তিনি।
এই তারকার মৃত্যুতে জেনোয়ার বিপক্ষে ক্যালিয়ারির খেলাও বাতিল করা হয়। ২০০৮-এ এসি মিলানের যুব দল থেকে ক্যালিয়ারিতে আসেন আস্তোরি। এ ক্লাবে প্রায় ৮ বছর খেলে ফিওরেন্তিনাতে যোগ দেন। এর মধ্যে দুই বছর রোমার হয়ে ধারে খেলেন তিনি। কাস্তোরির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে তার ক্লাব ফিওরেন্তিনা।
আজ এক শোক বার্তায় এ ক্লাবের পক্ষ থেকে বলা হয়, আস্তোরির আকস্মিক মৃত্যুতে আমরা খুবই হতাশ। তার মতো খেলোয়াড়ের অভাব পূরণ করতে আমাদের ক্লাবের আরও সময় লাগবে।
আস্তোরি ২০১১ সাল থেকে ইতালি জাতীয় দলের জার্সি পরে মোট ১৪ ম্যাচ খেলেছেন।
খবর২৪ঘণ্টা.কম/রখ