খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: সফল অস্ত্রোপচার হল বিশ্বের সব থেকে দামি ফুটবলারের ডান পায়ে৷ ফলে আসন্ন রাশিয়া বিশ্বকাপে খেলার সম্ভাবনা প্রবল হল ব্রাজিলিয়ান মহাতারকার৷
গত ২৬ ফব্রুয়ারি মার্সেইয়ের বিরুদ্ধে প্যারিস সাঁ জা-র ম্যাচ চলাকালীন ডান পায়ে চোট পান নেইমার৷ গোড়ালি মচকানো ছাড়াও স্ক্যান রিপোর্টে পঞ্চম মেটাটারসালে চিড় ধরা পড়ে৷ ফলে দেশে ফিরে চোটের জায়গায় অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন নেইমার৷
শনিবার ব্রাজিলের টিম ডাক্তার রডরিগো লাসমারের তত্ত্বাবধানে বেলো হরাইজন্টের মাতের দেই হাসপাতালে নেইমারের পায়ে অস্ত্রোপচার করা হয়৷ ব্রাজিল ফুটবল সংস্থার তরফে অস্ত্রোপচার সফল হওয়ার কথা জানানো হয়৷
মাইনর অপরেশনের পর রবিবার হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় নেইমারকে৷ আপাতত ৬ সপ্তাহের বিশ্রাম নিতে বলা হয়েছে ব্রাজিলিয়ান তারকাকে৷ তার পর পরিস্থিতি বুঝে ট্রেনিংয়ে ফেরার অনুমতি দেওয়া হবে তাঁকে৷ সুতরাং আসন্ন বিশ্বকাপে ব্রাজিলের জার্সি গায়ে মাঠে নামতে পারবেন কি না, তা এখন থেকে নিশ্চিত করে বলা সম্ভব নয়৷ তবে এটা পরিস্কার যে, রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের ফিরতি প্রি-কোয়ার্টারে নামা হচ্ছে না পিএসজি তারকার৷ ব্রাজিল শিবির অবশ্য বিশ্বকাপে নেইমারকে পাওয়ার আশা ছাড়ছে না৷
খবর২৪ঘণ্টা.কম/রখ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।