1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
জাফর ইকবালের ওপর হামলায় আ.লীগ নেতা আটক - খবর ২৪ ঘণ্টা
শুকরবার, ১০ জানয়ারী ২০২৫, ০৮:৪ অপরাহ্ন

জাফর ইকবালের ওপর হামলায় আ.লীগ নেতা আটক

  • প্রকাশের সময় : রবিবার, ৪ মারচ, ২০১৮
khobor24ghonta.com

খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলাকারী ফয়জুর রহমানের শেখপাড়ার বাসায় তল্লাশি চালিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। সেখান থেকে তার মামা সুনামগঞ্জ জেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক ফজলুর রহমানকে আটক করা হয়েছে। এছাড়া একটি ল্যাপটপও জব্দ করা হয়েছে বলে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুর রহমান জানান।

ওসি শফিকুর রহমান জানান, শনিবার রাত ১২টা নাগাদ শাবিপ্রবি বিশ্ববিদ্যালয়ের পাশের ওই বাসাটিতে তল্লাশি শুরু করে পুলিশ। সে সময় বাসাটি বাইরে থেকে তালা লাগানো থাকায় পুলিশ তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। তালাবদ্ধ বাসার ভেতরে ফয়জুরের মামা ফজলুর রহমান অবস্থান করছিলেন। তাকে জিজ্ঞাসাবাদের জন্য রাত সোয়া ১ টার দিকে থানায় নিয়ে আসা হয়।

সিলেট জেলার টুকেরবাজার শেখপাড়া ওয়ার্ডের মেম্বার গিয়াস উদ্দিন বলেন, ‘আইনশঙ্খলা বাহিনী হামলাকারী ফয়জুলের পাশের বাড়ি থেকে তার মামা ফজলুল রহমানকে আটক করেছে। তার বয়স আনুমানিক বিয়াল্লিশ-পয়তাল্লিশ।’

গিয়াস উদ্দিন জানান, পুলিশ হামলাকারীর মামা ফজলুলের ঘর থেকে একটি ল্যাপটপ জব্দ করেছে। আটকের পর ফজলুল পুলিশকে জানান, হামলাকারী ফয়জুলের একটি মোবাইলের দোকান আছে। দোকানটি সিলেট বন্দরবাজার করিম উল্লাহ মার্কেটে অবস্থিত।’

ফজলুল রহমান পুলিশকে আরো জানিয়েছেন, তার ভাই লন্ডনে আছেন। আর তার স্ত্রীর আত্মীয়স্বজন সবাই প্রবাসী।

জানা গেছে, ফয়জুলের মামা আটক ফজলুল রহমান সুনামগঞ্জ জেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক। তবে তার রাজনৈতিক পরিচয়ের বিষয়ে শেখপাড়া ওয়ার্ডের মেম্বার গিয়াস উদ্দিন দাবি করেন, তিনি (ফজলুল) আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না।

গিয়াস উদ্দিনের ভাষ্য, ‘ইলা কোনও কিচ্ছু আমার জানা নাই। আওয়ামী লীগের সাইনবোর্ড এখন যে কেউ বেঁচতা পারে। এখন আওয়ামী লীগ ক্ষমতায় তো, যে কেউ আওয়ামী লীগার। এরা আমার গ্রামে থাকে ২০১৪ থেকে। কত প্রোগ্রাম হইছে। জেলার অনেক প্রোগ্রাম হইছে। কৃষক লীগ, যুবলীগ আজ অব্দি তাকে আমি কোনও কিছুতে দেখি নাই। তলেদা যদিনি, কোনও ভিসিটিং কার্ড বানাইলাই। বাস্তবে গিয়া দেখুইন সে আছে নাকি।’

গিয়াস উদ্দিন নিজের রাজনৈতিক আদর্শ হিসেবে আওয়ামী লীগের কর্মী হিসেবে আছেন বলে জানান।

এর আগে রাত আটটার দিকে ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলাকারী ফয়জুর রহমান ফয়জুলের পিতা মাওলানা আতিকুর রহমানের বাড়িতে তল্লাশি শুরু করে আইন-শৃঙ্খলা বাহিনী। সিলেট-সুনামগঞ্জ রোডের টুকেরবাজার শেখপাড়ায় বসবাস করেন ফয়জুলের আটটা থেকে দেড়টা পর্যন্ত সিলেট র‌্যাব-৯ এর একটি দল ও সিলেট মহানগর পুলিশের (উত্তর) জোনের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার বিভূতি ভূষণের নেতৃত্বে পুলিশ ফয়জুলের ওই বাড়িতে অভিযান চালান। এসময় তারা বাড়ির দেয়াল টপকে প্রথম দফায়ই বাড়ির চারদিক তল্লাশি করেন। এরপর তারা গেটের তালা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে ব্যাপকভাবে তল্লাশি অভিযান চালান।

র‌্যাব ও পুলিশ সদস্যরা বাড়ি ভেতরে প্রবেশ করে প্রতিটি কক্ষে তল্লাশি অভিযান চালান। এসময় চারটি কক্ষ থেকে কয়েকজনের জাতীয় পরিচয়পত্র, জিহাদি বই, একটি ছোরাসহ বিভিন্ন ধরনের আলামত সংগ্রহ করেন। কয়েকটি মোবাইল নম্বর পাওয়া গেছে।তবে ওই বাড়িতে কারও ছবি পাওয়া যায়নি।

টুকেরবাজার ইউনিয়নের চেয়ারম্যান শহীদ আহমদ জানান, রাত একটার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ফয়জুলদের ঘরে তল্লাশি চালিয়ে মাদ্রাসার বইসহ বিভিন্ন বই ও সিডি উদ্ধার করেছেন। এগুলো যাচাই-বাছাই করা হবে বলেও তারা জানিয়েছেন। তিনি বলেন, ‘মাওলানা আতিকুর রহমানের তিন ছেলে- আবুল, হাসান ও ফয়জুল। ফয়জুল সবার ছোট। হামলাকারীর পিতা টুকেরবাজারে মুখলেসিয়া মহিলা মাদ্রাসায় চাকরি করেন।’

সিলেট সদর উপজেলার কুমারগাঁওয়ের শেখপাড়ায় প্রায় তিন বছর থেকে বাবা-মা ও ভাইয়ের সঙ্গে বসবাস করে আসছে হামলাকারী ফয়জুল। শাবি ক্যাম্পাস থেকে ফয়জুলদের বাড়ি দেড় কিলোমিটার দূরে ছয় নম্বর টুকেরবারজার ইউনিয়নের একনম্বর ওয়ার্ডে।

স্থানীয়দের কাছে এই বাড়িটি ‘মোল্লা’ বাড়ি নামে পরিচিত। বাড়িটির কোনও নম্বর না থাকলেও সামনের দেয়ালে ঠিকানাসহ একটি নেম প্লেট লাগানো রয়েছে। এতে লেখা আছে, আব্দুল মুতালিব ও কাচা মঞ্জিল। মালিকের নাম হাফিজ আতিকুর রহমান।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সুনামগঞ্জের দিরাই উপজেলার কালিয়াপন গ্রামের হাফিজ আতিকুর রহমান তার স্ত্রী, ছেলে হাসান, আবুল ও ফয়জুলকে নিয়ে শেখ পাড়ার ওই বাড়িতেই থাকেন। তারা দুই বছর আগে প্রায় পাঁচ ডিসিমেল জায়গা টিনশেডের একটি বাড়ি তৈরি করেন। হাফিজ আতিকুর রহমান সদর উপজেলার টুকেরবাজারের জামেয়া শাহ খুররম মুখলেসিয়া খাতুনে জান্নাত মহিলা টাইটেল মাদ্রাসায় শিক্ষকতা করে আসছেন। এলাকার মানুষের সঙ্গে তাদের একবারেই যোগাযোগ নেই। এমনকি বাড়ির ভেতরে যাতে কেউ প্রবেশ করতে না পারে, সেজন্য বিশাল আকারের একটি গেটও লাগানো হয়। আর গেটের সঙ্গে লাগানো হয় আলাদা কাপড়। এমনকি দিনের বেলায় বাড়িটির বেশির ভাগ জানালা বন্ধ থাকে।

স্থানীয়রা আরো জানান, ফয়জুল মাদ্রাসা শিক্ষার্থী বলে এলাকায় পরিচয় দিতো। তবে কোন মাদ্রাসায় পড়ে, সে বিষয়ে এলাকার কেউ জানাতে পারেননি। ফয়জুল শেখপাড়া এলাকার মসজিদকে হানাফি মাজহাবের মসজিদ দাবি করে নিজে এই মসজিদে নামাজ পড়া থেকে বিরত থাকে।

শেখপাড়া এলাকার ব্যবসায়ী রুবেল মিয়া জানান, ফয়জুলসহ তার পরিবারের সঙ্গে এলাকার কারও যোগাযোগ ছিল না। তারা এলাকার দোকান থেকে কোনও সময় বাজার করতো না। যতটুকু জানি, এই বাড়িতে তারা তিন ভাই ও মা-বাবা বসবাস করে। তাদের পিতা হাফিজ আতিকুর রহমান টুকেরবাজারের জামেয়া শাহ খুররম মাদ্রাসায় শিক্ষকতা করেন।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার আব্দুল ওয়াহাব (গণমাধ্যম) জানান, হামলাকারী ফয়জুলের পরিবারের সন্ধানে পুলিশ ও র‌্যাব কাজ করে যাচ্ছে। তাদের বাড়িতে আইনশৃঙ্খলা বাহিনী অভিযানও চালিয়েছে। অভিযানের আগেই তারা বাড়িতে তালা লাগিয়ে পালিয়ে গেছে।

এ দিকে অধ্যাপক জাফর ইকবাল শঙ্কামুক্ত আছেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সূত্রে জানা গেছে। আজ রোববার তার স্বাস্থ্য পরীক্ষার পর সকাল ১১ টায় গণমাধ্যমকে বিস্তারিত জানানো হবে। শনিবার রাতে আইএসপিআর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল রাশেদুল হাসান মুঠোফোনে এই তথ্য নিশ্চিত করেন।

এর আগে শনিবার বিকালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠান চলাকালে অধ্যাপক ড. জাফর ইকবাল হামলার শিকার হন। তার পেছনে থাকা ফয়জুর রহমান ধারালো অস্ত্র দিয়ে তাঁকে আঘাত করেন। উন্নত চিকিৎসার জন্য ড. জাফর ইকবালকে ঢাকার সিএমএইচে আনা হয়। ৫ সদস্যের মেডিকেল বোর্ডের অধীনে তার চিকিৎসা চলছে।

 

খবর২৪ঘণ্টা.কম/রখ

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST