খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: লেখক এবং সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবালের ওপর হামলার ঘটনাটি ‘ঘোলা পানিতে মাছ শিকারের চক্রান্ত’ বলে মনে করছে বিএনপি।
শনিবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলীয় নেতাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নে এই প্রতিক্রিয়া জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এর ঘণ্টাখানেক আগেই সিলেটে শাহজালাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক অনুষ্ঠানে ছুরি নিয়ে জাফর ইকবালের মাথায় আঘাত করেন এক তরুণ। হামলাকারী সঙ্গে সঙ্গে ধরা পড়লেও তার পরিচয় মেলেনি।
ফখরুল বলেন, “অধ্যাপক জাফর ইকবালের ওপর হামলার তীব্র নিন্দা জানাচ্ছে বিএনপি। আমরা মনে করি যে, এটা আরেকটা চক্রান্ত। যারা দেশে এই ধরনের ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়, এটা তাদেরই চক্রান্ত।”
জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে উচ্চকণ্ঠ জাফর ইকবাল জঙ্গি হামলার হুমকি পেয়ে আসছিলেন। এজন্য সরকারের পক্ষ থেকে তাকে পুলিশ পাহারাও দেওয়া হচ্ছে। পুলিশ পাহারার মধ্যেই তার ওপর হামলা হল।
এ ছাড়া গতকাল র্যাগিংয়ের বিরুদ্ধে কড়া বক্তব্য দেন ড. জাফর ইকবাল।
খবর২৪ঘণ্টা.কম/নজ