1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
বুরকিনা ফাসোয় হামলায় নিরাপত্তা কর্মকর্তাসহ নিহত ১৬ - খবর ২৪ ঘণ্টা
শুকরবার, ১০ জানয়ারী ২০২৫, ০৩:৫৪ পূর্বাহ্ন

বুরকিনা ফাসোয় হামলায় নিরাপত্তা কর্মকর্তাসহ নিহত ১৬

  • প্রকাশের সময় : শনিবার, ৩ মারচ, ২০১৮
khobor24ghonta.com

খবর২৪ঘণ্টা,আন্তর্জাতি ডেস্ক: বুরকিনা ফাসোর রাজধানী ওগাদোগোতে ফ্রান্সের দূতাবাস ও সেনাবাহিনীর সদরদপ্তরকে লক্ষ্য করে দুটি হামলা চালানো হয়েছে। কর্মকর্তারা বলছেন, এ ঘটনায় আটজন নিরাপত্তা কর্মকর্তা ও আটজন হামলাকারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৮০ জন বেসামরিক ব্যক্তি। খবর বিবিসির।
ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ ইভস লে দ্রিয়ান বলেছেন, এতে কোনো সন্দেহ নেই এটি একটি সন্ত্রাসী হামলা। তবে কে এই হামলা চালিয়েছে সেটি তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বুরকিনা ফাসোর নিরাপত্তামন্ত্রী ক্লেমেন্ট সাওয়াদোগো বলেছেন, সেনা সদরদপ্তরে একটি আত্মঘাতী গাড়ি বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। তিনি বলছেন, সন্ত্রাসবিরোধী একটি আঞ্চলিক বৈঠককে সামনে রেখে ওই হামলা চালানো হয়ে থাকতে পারে।
নিরাপত্তামন্ত্রী সাওয়াদোগো বলেন, ওই বোমার বিস্ফোরণে একটি রুম ধ্বংস হয়ে গেছে। তবে ওই হামলার পর আঞ্চলিক বৈঠকটি অন্য জায়গায় সরিয়ে নেয়া হয়েছে।

স্থানীয় একটি টেলিভিশনকে একজন প্রত্যক্ষদর্শী ওমর জমব্রে বলেন, আমরা চারজন লোককে দূতাবাসের পূর্ব পাশ দিয়ে ঢোকার চেষ্টা করতে দেখেছি। সাধারণ পোশাক পরিহিত ওই ব্যক্তিরা বক্ষবন্ধনী ও ব্যাকপ্যাক নিয়ে এসেছিল। তবে কালাশনিকভ বন্দুক স্পষ্টভাবেই দেখা যাচ্ছিল।
দেশটির পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, শহরজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তারা শহরবাসীকে সতর্ক থাকারও আহ্বান জানিয়েছে।

খবর২৪ঘণ্টা.কম/রখ

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST