1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
এবার বিপিএলে রাজশাহী কিংসের কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন ভেট্টোরি - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৮:৫৮ অপরাহ্ন

এবার বিপিএলে রাজশাহী কিংসের কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন ভেট্টোরি

  • প্রকাশের সময় : বৃস্পতিবার, ১ মারচ, ২০১৮
khobor24ghonta.com

খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন ড্যানিয়েল ভেট্টোরি। এই দলটিতে তিনি কোচিং করান বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্সের মতো বড় তারকাদের। নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক এবার কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল রাজশাহী কিংসের।

বিপিএলে ২০১৮ এবং ২০১৯ সালের দুই মৌসুমে রাজশাহী কিংসের কোচ থাকবেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ও অলরাউন্ডার ড্যানিয়েল ভেট্টোরি। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ছাড়াও ব্রিসবেন হিটস আর মিডলসেক্সের মতো দলকে কোচিং করানোর অভিজ্ঞতা আছে তার। এবারই প্রথমবারের মতো বাংলাদেশে কাজ করবেন তিনি।

এমন একজনকে কোচ হিসেবে পেয়ে যারপরনাই উচ্ছ্বসিত রাজশাহী কিংস কর্তৃপক্ষ। দলটির প্রধান নির্বাহী তাহমিদ হক বলেছেন, ‘টি-টোয়েন্টি ফরমেটে স্পেশালিস্ট কোচ হিসেবে ড্যানিয়েলের অভিজ্ঞতা শুধু দলকেই সাহায্য করবে না, স্থানীয় তরুণদের শিখতে এবং উন্নতি লাভ করতেও বড় ভূমিকা রাখবে।’

এর আগে ২০১৬ এবং ২০১৭ মৌসুমে রাজশাহী কিংসের কোচের দায়িত্ব পালন করেছেন সারোয়ার ইমরান। তার অধীনে ২০১৬ সালে দলটি রানারআপ হলেও সর্বশেষ আসরে সাত দলের মধ্যে ষষ্ঠ স্থানে থেকে শেষ করে।

খবর২৪ঘণ্টা.কম/রখ

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST