দুর্গাপুর (রাজশাহী) প্রতিবেদক : রাজশাহীর দুর্গাপুরে বিশেষ অভিযানে নাশকতা ও হত্যাচেষ্টা মামলায় পৌর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গ্রেপ্তার মামুন আলী (২৯) উপজেলার জয়কৃষ্ণপুর (বাছেরের মোড়) মহল্লার আব্দুল আজিজের ছেলে। তিনি নিষিদ্ধ ছাত্রলীগের দুর্গাপুর পৌর শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় পৌর এলাকার বাছেরের মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে শুক্রবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। জানাযায়, গত বছরের ৩ সেপ্টেম্বর দুর্গাপুর থানায় দায়ের হওয়া একটি নাশকতা ও হত্যাচেষ্টা মামলার তদন্তে ছাত্রলীগ নেতা মামুনের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। যার প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়।
এব্যাপারে, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, নাশকতা ও হত্যাচেষ্টা মামলায় সন্ধেহভাজন আসামি হিসেবে ছাত্রলীগ নেতা মামুন আলীকে গ্রেপ্তার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।
না/জ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।