পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতা : রাজশাহীর পুঠিয়ায় পুকুরের পানিতে ডুবে পুলিশ সদস্যের ছেলে রাইয়ান আলীর (৬) মৃত্যু হয়েছে। রাইয়ান এর বাবার নাম হযরত আলী।
শুক্রবার দুপুর সাড়ে বারোটার দিকে পুঠিয়ার ধোপাপাড়া চকপলাশী গ্রামে এ ঘটনা ঘটে। রাইয়ান ধোপাপাড়ার একটি কেজি স্কুলের প্রথম শ্রেণির ছাত্র।
জানা গেছে, শুক্রবার দুপুরে সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয় রাইয়ান। পরে বাড়িতে না ফেরায় জুম্মার নামাজ শেষে তার খোঁজ করে পরিবারের লোকজন। এক পর্যায়ে বাড়ির পাশে পুকুরের ধারে সাইকেল পড়ে থাকতে দেখার পর রাইয়ানকে ডুবে থাকতে দেখে তাকে দ্রুত উদ্ধার করে বাঁচানোর চেষ্টা করেন তারা। কিন্তু তাকে বাঁচানো সম্ভব হয়নি।
পুঠিয়া থানার ওসি কবির হোসেন জানান, ঘটনাটি আমরা শুনেছি। যে কোন শিশুর মৃত্যুই মর্মান্তিক। বর্ষাকালে সকল পরিবারকে এ বিষয়ে সজাগ থাকার পরামর্শ দেন তিনি।
ন/জ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।