পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতাঃ রাজশাহীর পুঠিয়ায় সনাতন ধর্মাবলম্বী এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ বিষয়ে বুধবার রাতে থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী ওই নারী। অভিযুক্ত ব্যক্তি নাটোর সদর উপজেলার জয়রামপুর গ্রামের মো. জুয়েল (৩৫)।
জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে পুঠিয়া উপজেলার পীরগাছা আশ্রয় কেন্দ্র এলাকায় এই ঘটনা ঘটে। থানা সূত্র জানায়, ঘটনার রাতে ভ্যান চালিয়ে বাড়ি ফেরেন ভুক্তভোগীর স্বামী শম্ভু সরকার। তিনি ঘরে প্রবেশ করলে হঠাৎ উপস্থিতি টের পেয়ে জুয়েল দৌড়ে পালিয়ে যান। পরে ভুক্তভোগীর স্বামী স্থানীয়দের বিষয়টি জানালে কিছু লোক বিষয়টি গোপনে মীমাংসার চেষ্টা করেন। তবে ভুক্তভোগী ও তার স্বামী আপোস করতে রাজি হননি।
বুধবার রাত সাড়ে ১১টার দিকে ভুক্তভোগী নারী পুঠিয়া থানায় উপস্থিত হয়ে জুয়েলের বিরুদ্ধে ধর্ষণের লিখিত অভিযোগ করেন।
পুঠিয়া থানার ওসি কবির হোসেন জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ন/জ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।