1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
রাজশাহী-৫ আসনে আবারও ধানের শীষের প্রার্থী হতে চান অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল - খবর ২৪ ঘণ্টা
শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০৯:০৫ অপরাহ্ন

রাজশাহী-৫ আসনে আবারও ধানের শীষের প্রার্থী হতে চান অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫

পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতা: রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে আবারও ধানের শীষের প্রার্থী হতে চান মন্ডল অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল। তিনি বিজয়ের লক্ষ্যে প্রার্থীতা জানান দিতে মাঠ চোষে বেড়াচ্ছেন। সাথে থাকছে সমর্থকদের বিশাল মোটরসাইকেল বহর। তাকে নিয়ে ভোটারদের মধ্যে আগ্রহ বেড়েছে অনেক বেশি।

১৯৮৮ সালে পুঠিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল। ২০০৮ ও ২০১৮ সালে রাজশাহী-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হয়ে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। ২০০৮ সালের সংসদ নির্বাচনে জয়ী হওয়ার পরেও চক্রান্ত করে তাকে বঞ্চিত করা হয়। বেশ কয়েকটি ভোট কেন্দ্রে ১০০% এর উপরে ভোটার উপস্থিতি দেখিয়ে আওয়ামী প্রার্থীকে জয়ী ঘোষণা করা হয়।

তার বড় ভাই আলিম উদ্দিন মন্ডল পুঠিয়া বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি। তার আরেক ভাই আব্দুস সাত্তার মন্ডল এই আসনে এমপি নির্বাচিত হন সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়ে। বিভিন্ন সময়ে পুঠিয়া থানা ও রাজশাহী জেলা বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলেন অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল। বর্তমানে তিনি রাজশাহী জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন থেকে তিনি মিছিল মিটিং সহ দলীয় বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় রয়েছেন। বর্তমানে পুঠিয়া-দুর্গাপুরের প্রতিটি হাটবাজারে বিএনপি’র ৩১ দফার পক্ষে গণসংযোগ করছেন তিনি।

অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল বলেন, বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক জিয়ার নির্দেশে আমাদের এলাকায় প্রতিটা কাজ পরিচালনা করছি। মুক্তিযুদ্ধে অংশ নিয়েছি। দলের পক্ষে বিভিন্ন সময়ে নির্বাচন করে অনেক ত্যাগ স্বীকার করেছি। সুখে দুঃখে জনগণের পাশে থাকার চেষ্টা করেছি। মাঠে ময়দানে বিএনপির ৩১ দফা নিয়ে জনগণের কাছে যাচ্ছি। ব্যাপক ছাড়াও পাচ্ছি। দল মনোনয়ন দিলে ধানের শীষ প্রতীককে বিজয়ী করে রাজশাহী-৫ আসন দলীয় প্রধান বেগম খালেদা জিয়াকে উপহার দেওয়া হবে।

ন/জ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team