পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতা : রাজশাহীর পুঠিয়ায় পুকুরের পানিতে ডুবে রাশেদ হোসেন(২) নামের শিশুর মৃত্যু হয়েছে। তার বাড়ি পুঠিয়া সদরের কানাইপাড়া এলাকায়।
সোমবার সকাল আটটার দিকে পরিবারের লোকজনের অজান্তে বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায় সে। পরে বাড়িতে ডুবে তার মৃত্যু হয়। সে কানাই পাড়ার রনি হোসেনের ছেলে।
রনি হোসেন জানান, সোমবার সকাল আটটার দিকে তার ছেলেকে বাড়িতে না পেয়ে আশেপাশে খোঁজাখুঁজি করেন তিনি। পরে বাড়ির পাশে পুকুরে করে রাশেদের লাশ ভেসে থাকা দেখতে পেয়ে তাকে দ্রুত উদ্ধার করে পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক ডাক্তার রফিকুল ইসলাম তাকা মৃত ঘোষণা করেন।
ডাক্তার রফিকুল ইসলাম জানান, রাশেদের পরিবার তাকে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। এদিকে পুঠিয়া থানার ওসি কবির হোসেন বলেন, মৃতের পরিবার থেকে আমাদেরকে বিষয়টি জানানো হয়েছে। আমরা ওই শিশুকে দাফন করতে বলেছি।
ন/জ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।