1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
দুর্গাপুরে অসাংগঠনিক কার্যকলাপ ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ১০:৩৪ পূর্বাহ্ন

দুর্গাপুরে অসাংগঠনিক কার্যকলাপ ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

  • প্রকাশের সময় : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

স্টাফ রিপোর্টার : রাজশাহীর দুর্গাপুরে মিথ্যা সংবাদ ও অসাংগঠনিক কার্যকলাপ অপপ্রচারের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেছে উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে দুর্গাপুর প্রেসক্লাব ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে, উপজেলা যুবদলের সাবেক সভাপতি নাহিদুল হক বিদয় লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি বলেন,“দলকে টিকিয়ে রাখতে নেতাদের ভোগী নয়, ত্যাগী হতে হবে। ব্যক্তিগত আক্রোশ ও অসাংগঠনিক কর্মকাণ্ডের কারণে বিভেদ তৈরি হচ্ছে। এতে দলীয় ঐক্য বিনষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।”

বিদয় অভিযোগ করে বলেন,“কিছু কথিত নেতা আওয়ামী লীগের মদদপুষ্ট হয়ে দলের ভেতরে বিভ্রান্তি ছড়াচ্ছেন। বিএনপির আন্দোলন ও ত্যাগী কর্মীদের মূল্যায়ন না করে তারা ব্যক্তিস্বার্থ হাসিলের চেষ্টা করছে।”

অন্যদিকে, গত দুইদিন আগে রাজশাহীতে আয়োজিত কিছু নেতার সংবাদ সম্মেলনের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। সেই সাথে “বিএনপিকে অস্থিতিশীল প্রমাণ করতেই এ ঘটনা ঘটানো হয়েছে এবং দ্রুত জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন—জেলা যুবদলের সদস্য মাহাবুর রহমান, রেন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আঃ আলেক ও মিলন, উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি জাহাঙ্গীর আলম জেমস, সাবেক যুগ্ম আহ্বায়ক আনারুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সদস্য সচিব আঃ খালেক, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম মোস্তফা, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক গোলামী সরকার, সাংগঠনিক সম্পাদক মজনুর রহমান, সাবেক সম্পাদক ফারুক মজুমদার, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি সাইদুর রহমান, জেলা প্রজন্ম দলের সাধারণ সম্পাদক সুজন আলীসহ উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ সহযোগী নেতাকর্মীরা।

প্রসঙ্গত, এর আগে গত ২৯ আগষ্ট শুক্রবার দলের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি সভায় চেয়ারে বসাকে কেন্দ্র করে উপজেলা বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে উপজেলা বিএনপির সদস্য সচিবসহ অন্তত ১০ নেতাকর্মী আহত হন।

বিএ..

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team