মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (১৮ আগস্ট) নওগাঁর মহাদেবপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শিল্পী রায়।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. খুরশিদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হোসাইন মোহাম্মদ এরশাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ মহাদেবপুর উপজেলা শাখার সেক্রেটারি মুফতি মা’আরিফুল ইসলাম, এনসিপি নেতা মো. আমিনুল হক প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মো. ইব্রাহিম খাঁন। অনুষ্ঠানে সাংবাদিক, মৎস্যজীবী ও মৎস্যচাষীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। শেষে মৎস্য চাষে বিশেষ অবদান রাখায় তিনজন মৎস্য চাষীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। এর আগে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
ন/জ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।