দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহী দুর্গাপুরে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম, এসইডিপির পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ জুলাই) উপজেলা পরিষদের হল রুমে সকাল ১০ টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবরিনা শারমিনের সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার মহিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রফেসর মোহাঃ আছাদুজ্জামান, পরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, রাজশাহী অঞ্চল, রাজশাহী।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা শিক্ষা অফিসার জনাব মোঃ আব্দুল ওয়াহাব, জনাব মোঃ আলমাছ উদ্দিন, সহকারী পরিচালক (কলেজ) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, রাজশাহী অঞ্চল, রাজশাহী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল আলমসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।
বিএ..
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।