নিজস্ব প্রতিবেদক : রাজশাহী জেলা প্রশাসক ও জেলা ম্যজিস্ট্রেট আফিয়া আখতার নতুন প্রজন্মের উদ্দ্যেশে বলেন,আমাদের এই জেনারেশন খেলার মাঠে যেতে চাই না তারা ডিজিটাল ডিভাইসে আসক্ত হয়ে পড়ছে তাদেরকে খেলার মাঠে ফেরাতে হবে।
সোমবার ১১ টায় জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসন রাজশাহী ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগীতায় রাজশাহীর ৩৫১ প্রতিষ্ঠানে বিনামূল্যে ক্রীড়া সামগ্রী বিতরণের উব্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সরকার যুব সমাজের মধ্যে খেলাধুলা চর্চার বিষয়টিকে গুরুত্ব দিয়ে সারাদেশে বিনামূল্যে খেলাধুলা সামগ্রী বিতরণ করছে। যেনো এই প্রজন্ম মাঠে খেলাধুলার মধ্যে দিয়ে সঠিকভাবে গড়ে উঠতে পারে।
এ সময় জেলার ৩৫১ টি ক্রীড়া ক্লাব, ক্রীড়া সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ক্রিকেট, ফুটবল, ভলিবল, দাবাসহ বিভিন্ন খেলাধূলা সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে জেলা ক্রীড়া কর্মকর্তা জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মির্জা ইমাম উদ্দিন, জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য ক্রীড়া সংগঠক তৌফিকুর রহমান রতন, ডালিম হোসেন শান্ত প্রমুখ।
বিএ..
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।