নিজস্ব প্রতিবেদক : দিনের বেলায় বিএনপি, আর রাতের আঁধারে আওয়ামী লীগ—এমন নেতারা বিএনপির নেতৃত্ব দিতে পারে না। এমন অভিযোগ তুলে রাজশাহীর জিরোপয়েন্টে নগর বিএনপি পুনর্গঠনের দাবিতে মানববন্ধন করেছেন বিএনপির একাংশের নেতা-কর্মীরা।
সোমবার (২৬ মে) সকাল ১১টায় এ কর্মসূচি পালন করেন দলটির ত্যাগী নেতাকর্মীরা। অভিযোগ, বর্তমান নগর কমিটিতে সুযোগ দেওয়া হয়েছে আওয়ামী লীগ ঘনিষ্ঠ ব্যক্তিদের, বাদ পড়েছেন দলের প্রকৃত নিবেদিত কর্মীরা।
এসময় মানববন্ধনে বক্তারা বলেন, যারা সাবেক মেয়র লিটনের ছত্রছায়ায় রাজনীতি করেছেন, তাদের দিয়ে বিএনপি পুনর্গঠন সম্ভব নয়। তারা অবিলম্বে বর্তমান কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবি জানান।
নেতৃত্ব নিয়ে দ্বন্দ্ব মিটিয়ে, তৃণমূলের সন্তুষ্টি নিশ্চিত করা না গেলে রাজশাহীতে বিএনপির সাংগঠনিক দুর্বলতা আরও বাড়বে—এমন মত বিশ্লেষকদের।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, মহানগর যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইট, মহানগর জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী এ্যাড. রওশন আরা পপি, মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক আব্দুল কাদের বকুল, সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. মাইনুল ইসলাম হারু, বিভাগ মহিলা দলের সাংগঠনিক সম্পাদক রোকসানা বেগম টুকটুকি, মহানগরের ২৫ নং ওয়ার্ড বিএনপি সাবেক সভাপতি আখতারুজ্জামান টেনি, মহানগর যুবদলের যুগ্ন আহবায়ক রুহুল আমিন বাবলু প্রমুখ।
বিএ..
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।