1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
সংকট দূর করার একটিই পথ, অতিদ্রুত নির্বাচন: ফখরুল - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০৯:৫৫ অপরাহ্ন

সংকট দূর করার একটিই পথ, অতিদ্রুত নির্বাচন: ফখরুল

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫

খবর২৪ঘন্টা ডেস্ক : দেশের চলমান সংকট নিরসনে একমাত্র পথ অতিদ্রুত নির্বাচন বলে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন ছাড়া অন্য কোনো কথা বলে কোনো লাভ নেই।

বৃহস্পতিবার (২২ মে) মেয়র হিসেবে ইশরাক হোসেন শপথ ইস্যুতে আদালতের রায়ের পর এক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তিনি। থাইল্যান্ডের ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন মির্জা ফখরুল। তিনি বলেন, উচ্চ আদালতের রায়ে জনগণের বিজয় হয়েছে।

মির্জা ফখরুল বলেন, এটাতে নিঃসন্দেহে গণতন্ত্রের আরেকটা বিজয় হয়েছে। যখন মেয়র নির্বাচন হয় তখন সেটা ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার জবরদস্তি করে এই ফলাফল কেড়ে নিয়ে গিয়েছিল।

ইশরাক হোসেনের শপথ দিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান রেখে বিএনপি মহাসচিব বলেন, আমি আশা করব যে, মন্ত্রণালয়ে আর কোনো সমস্যা তৈরি না করে দ্রুত তারা ইশরাক হোসেনের শপথের ব্যবস্থা করবেন এবং পরিস্থিতিকে সহজ করে তোলবার চেষ্টা করবেন।

তিনি বলেন, বর্তমানে যে রাজনৈতিক সংকট, এই সংকট দূর করার একটিমাত্র পথ, তা হচ্ছে অতিদ্রুত নির্বাচনের একটি রোডম্যাপ ঘোষণা করা। এখানে অন্য কথা বলে লাভ নেই।

নেতা-কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, আমি মনে করি, যেহেতু আদালতে এ বিষয়ে রায় হয়েছে, এখন আর এই বিষয়টিতে সড়ক অবরোধ করে না রেখে রাস্তা থেকে সরে যান।

বিএ..

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team