1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
মেয়র হিসেবে ইশরাকের শপথ নিতে বাধা নেই, রিট খারিজ - খবর ২৪ ঘণ্টা
শুক্রবার, ২৩ মে ২০২৫, ০২:৪২ পূর্বাহ্ন

মেয়র হিসেবে ইশরাকের শপথ নিতে বাধা নেই, রিট খারিজ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫

খবর২৪ঘন্টা ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে তার শপথ নিতে আর কোনো আইনি বাধা রইল না।

বৃহস্পতিবার (২২ মে) বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে, গতকাল বুধবারও (২১ মে) এ রিটের শুনানি হয়, তবে সেদিন আদালত কোনো আদেশ দেননি। পরে বৃহস্পতিবারের জন্য আদেশের তারিখ নির্ধারণ করা হয়।

আদালতে ইশরাক হোসেনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন। রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন।

গত ১৪ মে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়। আবেদনটি করেন ঢাকা দক্ষিণ সিটির বাসিন্দা মো. মামুনুর রশিদ। তার আইনজীবী ছিলেন কাজী আকবর আলী। রিটে শুধু শপথ না পড়ানোর অনুরোধই নয়, বরং যিনি ইশরাককে মেয়র ঘোষণা করেছেন—সেই ট্রাইব্যুনালের বিচারকের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা চাওয়া হয়।

উল্লেখ্য, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস বিপুল ভোটে বিজয়ী হয়ে মেয়র নির্বাচিত হন। বিএনপির প্রার্থী ইশরাক হোসেন তখন প্রায় পৌনে ২ লাখ ভোটের ব্যবধানে পরাজিত হন।

তবে ওই নির্বাচনের ফল বাতিল করে গত ২৭ মার্চ ইশরাক হোসেনকে বৈধ মেয়র হিসেবে ঘোষণা করে রায় দেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম। পরে ২২ এপ্রিল এ রায়ের ভিত্তিতে আইন মন্ত্রণালয়ের পরামর্শ নেওয়া হয় এবং ২৭ এপ্রিল নির্বাচন কমিশন ইশরাককে মেয়র হিসেবে ঘোষণা করে গেজেট প্রকাশ করে।

এদিকে গেজেট প্রকাশের পরও শপথ না হওয়ায় ইশরাক হোসেনের সমর্থকরা কয়েকদিন ধরে নগর ভবনে অবস্থান কর্মসূচি পালন করে আসছেন। গতকালও (২১ মে) তারা প্রথমে মৎস্য ভবনের সামনে এবং পরে কাকরাইলে অবস্থান নেন। এতে আশপাশের এলাকায় যান চলাচলে মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। রাতে ইশরাক হোসেন নিজেও এই কর্মসূচিতে যোগ দেন।

বিএ..

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team