রাজশাহী নগরীর মেহেরচন্ডী ফ্লাইওভারের সংযোগ সড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় দুই কিশোরের মৃত্যু হয়েছে।
শনিবার (১৭ মে) সন্ধ্যায় রুয়েট ফ্লাইওভার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায় ফ্লাইওভার থেকে নেমে রুয়েট ও বিশ্ববিদ্যালয়ের মাঝামাঝি যে সংযোগ সড়ক সেখানে সড়ক বিভাজকের সাথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দূর্ঘটনার শিকার হয় দুই কিশোর। মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা তাদের হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত এক কিশোরের নাম নাহিয়ান হাসান(১৭)
বাবার নাম আজিজুর রহমান, তার বাড়ি চন্দ্রিমা থানা এলাকার চকপাড়া মহল্লায়। অন্য জন পিয়াসুর রহমান পিয়াস (১৭) বাবার নাম পিয়ারুল ইসলাম, তার বাড়ি চন্দ্রিমা থানা এলাকার মেহেরচন্ডি মহল্লায়। নিহত দুজন কিশোরই খড়খড়ি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।
স্থানীয়রা জানিয়েছেন, সন্ধ্যা ৬ টার দিকে মেহেরচন্ডী ফ্লাইওভারে মোটরসাইকেল সর্বোচ্চ গতি সীমা নিয়ে এই কিশোরেরা দ্রুত গতিতে ফ্লাইওভার থেকে নামছিলো। সংযোগ সড়কে উঠেই নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক পোলের সাথে ধাক্কা লেগে সড়কে ছিটকে পড়ে তারা। ধারণা করা হচ্ছে সেখানেই এই দুজনের মৃত্যু হয়েছে। ময়না তদন্তের জন্য মরদেহ রাজশাহী মেডিকেলের মর্গে রাখা হয়েছে।
বিএ..
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।