দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর দুর্গাপুরে মাদক ও সিআর মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, সিআর মামলায় পরোয়ানা ভুক্ত আসামি উপজেলার বর্ধনপুর গ্রামের মামুন (৩৮), মাদক মামলায় পালিবাজার এলাকার আবু বক্কর (৬৫) ও তার স্ত্রী ফিরোজা (৪৫)।
বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর হয়েছে। এর আগে বুধবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গত মঙ্গলবার দিবাগত রাতে অভিযান চালিয়ে বর্ধনপুর এলাকায় নিজ বাড়ি থেকে সিআর মামলায় মামুন ও ৫০ লিটার দেশীয় চোলাইমদসহ আবু বক্কর ও তার স্ত্রী ফিরোজা বেগমকে গ্রেপ্তার করা হয়।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা বলেন, সিআর ও মাদক মামলায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আসামিদের বিজ্ঞ আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারিক আদালত।
বিএ..
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।