নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পুঠিয়া উপজেলায় স্ত্রীকে শারীরিকভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে। নির্যাতিতার পিতা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৬ মে দুপুরে উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের সাধনপুর গ্রামের স্বামীর বাড়িতে এ ঘটনা ঘটে। অভিযুক্ত শহিদুল ইসলাম (টুটুল) লোহার রড দিয়ে তার স্ত্রী শারমিন বেগমকে মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে।
শারমিন বেগমের পরিবারের দাবি, বিবাহের পর থেকেই শহিদুল ইসলাম শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছেন। তিনি গাঁজা ও অন্যান্য নেশায় আসক্ত এবং এলাকার একাধিক নারীর সঙ্গে অবৈধ সম্পর্কেও জড়িত।
ভুক্তভোগী শারমিন বলেন, “আমার স্বামী মাদকাসক্ত, পরকীয়ায় লিপ্ত। বাচ্চার ওষুধের জন্য টাকা চাওয়ায় সে লোহার রড দিয়ে আমাকে মারধর করে ঘর থেকে বের করে দেয়। এমনকি আমার বড় সন্তানকেও অস্ত্র দেখিয়ে ভয়ভীতি দেখানো হচ্ছে।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, শহিদুলের মা শেফালী বেগম ও ভাই হাফিজুল ইসলাম তাকে ইন্ধন জোগান। শারমিন বর্তমানে গুরুতর অসুস্থ এবং স্বামীর ভয়ে বাড়িতে ফিরতে পারছেন না।
অভিযুক্ত শহিদুল ইসলাম বিষয়টি পারিবারিক বলে উল্লেখ করে কোনো মন্তব্য করতে রাজি হননি।
এ বিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, “আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।