নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে আইনশৃঙ্খলার অবনতি, ছিনতাই, চাঁদাবাজি, জবর দখল, জনমনে ভীতি সঞ্চারের প্রতিবাদে এবং বিশৃঙ্খলা সৃষ্টিকারী ও অরাজকতাকারীদের দ্রত আইনের আওতায় আনার দাবিতে ও শৃঙ্খলা রক্ষায় বিক্ষোভ ও শান্তি মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ মে) মানবিক সমাজ প্রতিষ্ঠা ও গণতন্ত্রকামী সাধারণ জনগণের ব্যানারে নগরীতে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মিছিলে রাজনীতিবিদ, ব্যবসায়ী ও বিশিষ্টজনসহ সর্বস্তরের সাধারণ জনগণ অংশ নেন। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়।
এ সময় ‘খালেদা জিয়ার একশন, ডাইরেক্ট একশন’, ‘তারেক রহমানের একশন, ডাইরেক্ট একশন’, ‘চাঁদাবাজি করিস না, পিঠের চামড়া থাকবে না’, ‘মাদক ব্যবসা করিস না, পিঠের চামড়া থাকবে না’, ‘লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই’, ‘মাদক ব্যবসীক যেখানে, লড়াই হবে সেখানে’ ‘শান্তি শান্তি শান্তি চাই, সারাদেশে শান্তি চাই’ ইত্যাদি স্লোগান দেওয়া হয়।
এছাড়া চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে আরও বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভকারী জনতা। এ সময় অপরাধীদের ধরে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান তারা।
বিএ..