1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
রাবি রেজিস্ট্রারের ভবনে হামলার প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০২:২৮ অপরাহ্ন

রাবি রেজিস্ট্রারের ভবনে হামলার প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

তাজনিন নিশাত ঋতু,(রাবি প্রতিনিধি) : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রেজিস্ট্রার ইফতেখারুল আলম মাসউদের বাড়িতে গতকাল মধ্যরাতে হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে আজ বৃহস্পতিবার (১ মে) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সাধারণ শিক্ষার্থীরা।

সমাবেশে শিক্ষার্থীরা ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’, ‘স্যারের বাড়িতে হামলা কেন, প্রশাসন জবাব চাই’, ‘সন্ত্রাসীদের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘হামলাকারীর বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’, সন্ত্রাসীদের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’, ‘হামলাকারীর ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’ ইত্যাদি স্লোগান ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

এসময় শিক্ষার্থীরা ১২ ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতার করে বিচার নিশ্চিত, ঘটনায় জড়িতদের চিহ্নিত করে জনসম্মুখে মুখোশ উন্মোচন এবং ১২ ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতারে ব্যর্থ হলে প্রশাসনকে পরবর্তী কর্মসূচির ঘোষণাও দিয়েছেন তাঁরা।

সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাবির সাবেক সমন্বয়ক ও স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশন সভাপতি মেহেদী সজিব বলেন, মাসউদ স্যার জুলাই আন্দোলনের অন্যতম সহযোদ্ধা ছিলেন। রুয়া নির্বাচনে তিনি একজন প্রার্থী। রুয়া, রাকসু নিয়ে যখনি আমরা জোর দাবি জানিয়ে আসছি তখনি এরকম একটা হামলার ঘটনা ঘটেছে। সেই জায়গা থেকে একটি প্রশ্ন থেকেই যায়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কতটুকু নিরাপদ? অবিলম্বে এই ঘটনায় জড়িতদের শাস্তির ব্যবস্থা করতে হবে এবং ১২ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের চিহ্নিত করতে না পারলে আমরা পরবর্তীতে কঠোর কর্মসূচি ঘোষণা করবো।

জড়িতদের জনসম্মুখে মুখোশ উন্মোচন করার দাবি জানিয়ে সাবেক সমন্বয়ক ও ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সালাহউদ্দিন আম্মার বলেন, যতক্ষণ পর্যন্ত তদন্ত চলমান ততক্ষণ আমরা কোনো পক্ষকেই দোষারোপ করবো না। আমরা দেখতে চাই বিপ্লবের ৯ মাস পর প্রশাসন ঠিক কতোটা সচল হয়েছে। মেইনগেইট, বিনোদপুর, কাজলায় ফাঁড়ি বসানো সত্যেও কিভাবে সন্ত্রাসীরা ককটেল নিয়ে যায় তা আমার বোধগম্য না। একজন শিক্ষকের যদি নিরাপত্তা না থাকে তাহলে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা কোথায়? আমরা প্রশাসনকে জানিয়ে দিতে চাই, ১২ ঘণ্টার মধ্যে ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে হবে এবং জনসম্মুখে তাদের মুখোশ উন্মোচন করতে হবে।

এতে আইন বিভাগের শিক্ষার্থী ফাহির আমিন বলেন, আমরা ভাবতে পারিনি জুলাই অভ্যুত্থানের কোনো অগ্রনায়ককে অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে জীবনের হুমকির সম্মুখীন হতে হবে। যখন রাবি তার গণতান্ত্রিক উপায়ে শিক্ষার্থীদের আকাঙ্খা বাস্তবায়ন করতে যাচ্ছে, ঠিক সেই মুহুর্তে জুলাইয়ের অগ্রনায়ক মাসউদ স্যারের বাড়িতে সন্ত্রাসীরা ককটেল বিস্ফোরণ করেছে। আমরা মনে করি, যারা এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে তাঁরা বিশ্ববিদ্যালয়ের গণতন্ত্রের অগ্রযাত্রাকে থামিয়ে দিতে চায়, শিক্ষার্থীদের আকাঙ্খা বাস্তবায়নকে বাধাগ্রস্থ করতে চায়। আমরা হুশিয়ার করে বলে দিতে চাই, সকল ষড়যন্ত্রকে রুখে দিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ।

সমাবেশে সঞ্চালনা করেন স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও রাবির সাবেক সমন্বয়ক ফাহিম রেজা। এসময় বিভিন্ন বিভাগের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

বিএ..

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team