পুঠিয়া (রাজশাহী) সংবাদদদাতা : রাজশাহীর পুঠিয়ায় ওলামালীগের উপজেলা সভাপতি রবিউল ইসলাম(৫০) কে গ্রেফতার করেছে পুলিশ। সে পুঠিয়ার কান্দ্রা দাখিল মাদ্রাসার ক্রীড়া শিক্ষক।
বুধবার (৩০ এপ্রিল) ভোর রাতে পুঠিয়া থানা পুলিশ কান্দ্রা গ্রামের তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, গত বছর অক্টোবর মাসের একটি নাশকতার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
পুঠিয়া থানার ওসি কবির হোসেন বলেন, নাশকতার একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
বিএ..