নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর দুর্গাপুরে পৃথক অভিযানে মাদক ও সিআর মামলার পরোয়ানাভুক্ত আসামিসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-৫ ও থানা পুলিশ।
বুধবার (২৪ এপ্রিল) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, মাদক মামলার আসামি উপজেলার গোপালপুর গ্রামের রামপদ রায় (৫০), চাঁদপুর জেলার মিজানুর রহমান (৫৫), সিআর মামলায় পরোয়ানাভুক্ত আসামি উপজেলার কালিদহ গ্রামের রুলিয়ারা খাতুন, বেলঘরিয়া গ্রামের চায়না খাতুন ও শ্যামপুর গ্রামের সেলিনা খাতুন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিক্তিতে পৃথক অভিযান চালিয়ে উপজেলার গোপালপুর গ্রামে গাঁজার গাছসহ ২ জনকে গ্রেপ্তার করে র্যাব-৫ । অপরদিকে থানা পুলিশের অভিযানে সিআর মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
এব্যাপারে, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা বলেন, মাদক ও সিআর পরোয়ানাভুক্ত আসামিসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
বিএ..