নিজস্ব প্রতিবেদক : পবা উপজেলা ভূমি অফিস পরির্দশন করেছেন রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আখতার। সোমবার (২১ এপ্রিল) বেলা সাড়ে ১২টায় উপজেলা ভূমি অফিস পরিদর্শনে আসেন। পরিদর্শনকালে তিনি ভূমি উন্নয়ন কর আদায়, খাস জমি ও অর্পিত সম্পত্তি ব্যবস্থাপনাসহ দাপ্তরিক কাজ যথাযথভাবে সম্পন্ন করার প্রতি গুরুত্ব আরোপ করেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ ফুল দিয়ে জেলা প্রশাসক আফিয়া আখতারকে শুভেচ্ছা জানান। এছাড়াও উপজেলা ভূমি অফিস চত্ত্বরে লিচু গাছ রোপন করেন তিনি। এরপর উপজেলার হড়গ্ৰাম ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে সহকারী কমিশনার (ভূমি) জাহিদ হাসান, হড়গ্ৰাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আবুল কালাম আজাদ সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বিএ..