পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতা ; রাজশাহীর পুঠিয়ায় পুকুরে ব্যবহৃত বিদ্যুতের তারে জড়িয়ে দুই ভাই বোনের মৃত্যু হয়েছে। তারা হলো শিল্পী (৮) ও সলেমান (৭)।
রোববার দুপুর দুইটার দিকে পুঠিয়ার শিলমাড়িয়া এলাকার মঙ্গলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শিল্পী ও সলেমান ওই গ্রামের রহমতুল্লাহর সন্তান।
রহমতুল্লাহ জানান, দুপুরে খাবার জন্য তাদেরকে ডাকাডাকি করি। এক পর্যায়ে বাড়ির পাশে একটি পুকুরে দেওয়া বৈদ্যুতিক তারের সাথে তার দুই সন্তানের লাশ পড়ে থাকতে দেখি। দু’জনকে হারিয়ে এখন সন্তানহারা হয়ে গেলাম।
পুঠিয়া থানার ওসি কবির হোসেন জানান, দুই শিশুর এভাবে মুত্যুর ঘটনা মর্মান্তিক। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বিএ..