নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজশাহী মহানগর ২১নং ওয়ার্ড বিএনপির সভাপতি, সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র মোঃ শহীদ আহম্মেদ বাদল (৭৫) ইন্তেকাল করেছেন…ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ।
শনিবার (১৯ এপ্রিল) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন।
শহীদ আহমেদ বাদল এর মৃত্যুতে রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ এরশাদ আলী ঈশা, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক নজরুল হুদা এবং সদস্য সচিব মামুন অর রশিদ মামুন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। রাজশাহী মহানগর বিএনপি’র নেতৃবৃন্দ বলেন মরহুম শহীদ আহম্মেদ বাদল বিএনপি’র একজন নিবেদিত প্রাণ ও সফল সংগঠক ছিলেন। স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে রাজশাহীর যুবসমাজকে সুসংগঠিত করেছিলেন। শহীদ আহম্মেদ বাদল নির্বাচিত কাউন্সিলর হিসেবে ২১নং ওয়ার্ডের উন্নয়নে অনেক অবদান রেখেছেন।
মহরহুমের জানাযার নামাজ আগামীকাল ১৯/৪/২০২৫
রোজ রবিবার,বাদ আসর, নগরীর টিকাপাড়া গোরস্থান সংলগ্ন ঈদগাহে অনুষ্ঠিত হবে।
বিএ..