নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পুঠিয়া হতে প্রতারণার মাধ্যমে কলেজ ছাত্রীর নগ্ন ছবি প্রস্তত করে বিভিন্ন সাইবারের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার মূলহোতা সাইবার প্রতারক মুন্নাকে গ্রেপ্তার করেছে র্যাব-৫।
বুধবার (১৬ এপ্রিল) বেলা ৩ টার দিকে জেলার পুঠিয়া থানাধীন ঝলমলিয়া নামক এলাকায় অভিযান পরিচালনা করে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানায় পর্নোগ্রাফী নিয়ন্ত্রন আইনে রুজুকৃত মামলার আসামী ঝলমলিয়া বাজার এলাকার আশরাফ উদ্দীনের ছেলে মনোয়ার হোসেন মুন্না (২৮) কে আটক করেন। বৃহস্পতিবার সকালে র্যাব-৫ এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে তা নিশ্চিত করেছেন।
ঘটনা সূত্রে জানা যায়, ভুক্তভোগী ভিকটিম রাজশাহী সরকারী ডিগ্রী কলেজের অনার্স তৃতীয় বর্ষের অধ্যয়নরত একজন শিক্ষার্থী। গত ইং-১১-০৭-২০২৪ তারিখ আনুমানিক দুপুর পোনে ৪ টার দিকে বোয়ালিয়া মডেল থানাধীন যাদুঘর মোড়স্থ নাফিসা ছাত্রীনিবাসে অবস্থানকালীন উক্ত আসামী একটি জিমেইল আইডি থেকে ভিকটিমের ব্যক্তিগত জিমেইল আইডিতে একটি নগ্ন ছবি পাঠিয়ে নানা বিধ হুমকি প্রদান করে।
বিএ..